পরবর্তী জীবনটা
পরবর্তী জীবনটা
পরবর্তী জীবনটা
হয় যেন সুন্দর
এই জীবনের যত
না পাওয়া, অসুন্দর
পূর্ণ যেন হয়
আগামী জীবনে সবটা
না থাকে যেন কোনো কষ্ট,
না পাওয়া দুঃখ
পরবর্তীতে জীবনটা
হয় যেন সুন্দর
চলে যায় না পাওয়া সব,
কেটে যাক দুঃখ
