প্রান্তিক জীবনধারা...
প্রান্তিক জীবনধারা...


টেলিপ্যাথি জানো হয়তো..
তুমি তো তরঙ্গ সভ্যতার জীবন্ত ক্লিওপেট্রা..!
আধ সেবনে নারীর চিবুক, আর ধোঁয়ার কল্কি,
দুটোতেই ঈশ্বরের পৌরষ বড্ড কাঠখোট্টা...!
লোকটার পকেট কেটে বেড়িয়ে ফটো প্রিন্ট..
রঙের প্রলেপ ছাড়া কেমন বিষন্ন মায়া মুখ..!
অভাগীর মন পোড়ে, গোছালো স্কয়ার ফিট..
নবজন্মের ইচ্ছেটাই যে শীত পাখির পিকনিক বুক...!