প্রাক্তন
প্রাক্তন


বসন্তের এক পড়ন্ত বিকেলে
তোমার দুই কালো চোখে
বৃষ্টি নেমেছিল।
খুব নিবিড় ভাবে –
জড়িয়ে ধরে ছিলে,
তোমার ঘন নিঃশ্বাস
এক উষ্ণতা এনে দিয়েছিল।
তুমি বলে ছিলে-
সামনের ১২ই বৈশাখ আমার বিয়ে
শেষ পর্যন্ত হার মানলাম পরিস্তিতির কাছে,
কিছু কথা আমি বলতে চেয়ে ছিলাম,
ঠোঁটে আঙুল রেখে বলে ছিলে,
থাক, এতো দিন যখন চুপ ছিলে
আজ নিস্তব্ধতা কে অনুভব করতে দাও।
আমাকে ভুলে যেতে বলবনা,
তোমার বর্তমানে আমাকে খুঁজে নিও।