-ঃদুটি পায়রাঃ-
-ঃদুটি পায়রাঃ-
ওদের চোখের কোনে আবেগ থাকে না,
থাকে অন্য কিছু!
ওরা সারা দিন ভালবাসি কথাটা একবারও
উচ্চারণ করে না।
তারপরও…
ওরা আবার বেশিক্ষণ দু-জন দুজনকে না দেখে-
থাকতেও পারে না!
দুজন, দুজনকেই চোখে হারায়!
ওরা সারাদিন ছোট খাটো বিষয় নিয়ে-
ঝগড়া করে।
ওরা মোদী, মমতা নিয়ে-
তর্ক করে।
বাঙালী বুদ্ধিজীবীর অধঃ পতনের জন্য-
আক্ষেপ করে।
তারপরও…
ওরা আবার বেশিক্ষণ দু-জন দুজনকে না দেখে-
থাকতেও পারে না!
দুজন, দুজনকেই চোখে হারায়!
ওদের একজনের পছন্দ পাহাড়! তো অন্য জনের-
সুমুদ্র!
একজনের অ্যাডভেঞ্চার তো, অন্য জনের আরামদায়ক-
ভ্রমণ!
একজনের, যেখানেই যাই বাঙালী খাবার-
চায়।
অন্য জনের একটু নতুন, স্থানীয় খাবার
চায়!
একজন সারাদিন বাঙালীর পিছিয়ে পড়া নিয়ে
দুঃখ করে!
অন্য জনের এইসব ভাবার সময় নেই,
সে নিজের কাজ নিয়েই-
ব্যস্ত থাকে।
তারপরও…
ওরা আবার বেশিক্ষণ দু-জন দুজনকে না দেখে-
থাকতেও পারে না!
দুজন, দুজনকেই চোখে হারায়!

