STORYMIRROR

Sulata Das

Abstract Others

2  

Sulata Das

Abstract Others

স্রোতস্বিনী

স্রোতস্বিনী

1 min
75

বয়ে চলেছো তুমি উন্মুক্ত ধারায়

   আপন খেয়ালে-

আপন মনে পবিত্র ধরায়। 

   স্বচ্ছ-শীতল সলিল বাহিনী

চলেছো ছুটে কিসের নেশায়?

   পাহাড়ের বুক চিরে 

মাঠ পেরিয়ে, গ্রাম ছাপিয়ে

   বয়ে চলেছো কুলু কুলু।

কখনো তুমি শান্ত স্নিগ্ধ-

   কখনো তুমি উদ্দাম উদভ্রান্ত,

কোথাও তুমি স্বচ্ছ সলিলা-

  কোথাও বা তুমি শীতল মোহিনী। 

তোমার নীরে হাজার মীন 

    করে জলকেলি,

তোমার জলে করে সন্তরণ   

   রাজহাঁস-পানকৌড়ি। 

খেয়া মাঝি ধরেছে ভাটিয়ালি গান,

    তোমার জলে সিঞ্চিত চাষে 

তুমি বাঁচাও শত সহস্র মানব প্রাণ। 

    পাহাড় থেকে নিঃসরিত,

ঝরনার জলে তুমি পুষ্ট,

   বৃষ্টির জল করেছে তোমায়

আরও সমৃদ্ধ।

   উচ্ছল তরুণীর মতো 

একেবেঁকে চলেছো অভিসারে-

  সাগরের সাথে মিলনের অভিপ্রায়ে।

সে মিলন হবে জন্মান্তরের-

  তোমার অস্তিত্ব হবে বিলীন 

সাগর বক্ষে-সাগর জলে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract