পিতা
পিতা


বাবা হলেন পরিবারের মূল মাথা,বটবৃক্ষসম যাঁর স্থান,
ঝড়-ঝাপটায় যিনি আগলে রাখেন বাবা তাঁর নাম৷
পরিবারের মুখে হাসি ফোটাতে দিন-রাত করেন অক্লান্ত পরিশ্রম,
পরনে যাঁর ছেঁড়া জুতো, দিয়ে ইচ্ছের বিসর্জন৷
বাবা ছাড়া কে বা পারেন দিতে এমন অবদান?
সন্তানের অঙ্গে দামী পোশাক পায়ে দামী জুতোর সম্ভার,
দামী টিফিন, পকেট মানি বাবা অভাব রাখেন না কিছুর৷
একটা ছাতা বর্ষাকালে বাবার মাথা খালি,
সন্তান সেই ছাতার তলায় বাঁচায় মাথা খানি৷
ভালোবাসার অপর নাম বাবা হলেন তিনি,
শাসন-সোহাগ সব মিলিয়ে চরিত্র গড়েন যিনি৷
বাবা যেন সবই পারেন ভয়-ডর নেই যাঁর,
টলমল পা চলতে শেখে হাতটি ধরে রাস্তা চেনে তাঁর৷
পরম স্নেহে-মায়ার বন্ধনে, আবদারে যিনি ভরিয়ে রাখেন সর্বক্ষন,
পরম পূজনীয়,সুপার হিরো জুরি মেলা যাঁর ভার,তিনি বাবা,শ্রেষ্ঠ গুরুজন৷৷