STORYMIRROR

Sourav Halder

Tragedy Inspirational

2  

Sourav Halder

Tragedy Inspirational

ফনি

ফনি

1 min
185


আসিবো হঠাত না জানিয়ে,না বলে।ভেঙ্গে চুরে চুরমার করে দেবো,

এটাই হবে আমার আঘাত?

কেপে যাবে বিশ্ব,সৃষ্টি হবে ভূমিকম্প

চমকে যাবে বিদ্যুৎ,প্রচন্ড বেগে আসিবে বাতাস।

তবেই না আমার নাম হবে ফনি

চলবো তান্ডবে,ঘুরবো অজানা পথে

শুধু প্রতিক্ষাই থাকবে।


অপেক্ষা করো আসিবো তোমার দূয়ারেযে ডাকিনি কখনো সৃষ্টিকর্তকে

সে ডাকিবে বার বার আল্লা - ইশ্বর বলে

ডকিবে সে বুদ্ধ - যিশুকে

কোথাই ছিলে এতোদিন?

আসিলো বিপদ!তবেই কি ডাক হলো?

ছাড়বো না কাউকেসমুদ্রের তল দেশ থেকে আসছি আমি

প্রতিক্ষাই থেকো।


হয়নি যা গত তিতাল্লিশ বছরে,তা হবে এখন উনিশে।

শুধু একটা সময়,ঘন্টাই চলিবো অজনা গতিতে।

যাবে দিন,বাড়বে গতিতবেই তো হবে আমার নাম ফনি।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy