মা
মা


আঁচল থেকে আড়াল করে
তোমায় যেন খুঁজি
ওই দেখা যায় মা বলে
যখন তখন ডাকি।
চাওয়া পাওয়ার শেষ নাই
মায়ের কথা মনে হলে
আরো যেন পেতে চায় ।
খাদ্য-খাবার বিলাসবহুল
যখন আমি পেতে চাই
দুঃখে হোক বা সুখে হোক
মা আমার তা দিয়ে যায়।
ভাবি যখন একা মনে
মা যখন থাকবেনা,
আমার এ জীবনে
দুঃখ-কষ্ট চলে আসে যেন একবারে।
চোখের আড়াল করে
তখন কাঁদিয়া একাকী মনে প্রার্থনা করি
মাগো তুমি বেঁচে থাকো সারা জীবন এ।