Sourav Halder

Abstract

2.5  

Sourav Halder

Abstract

পোড়া মানুষ

পোড়া মানুষ

1 min
545


একটি কঙ্কাল এই শরীর,

শুধু ঢেকে থাকা কাপড়চোপড়

বুঝিয়ে দেয় ,ওহো ভালোই আছি।

মুখে মাখা মেকআপ বক্স

সুন্দরে আহা কার,

মনের ভিতরে কঙ্কালের সাফ,

এইতো হল গোছগাছ।


সেতো পোড়া মানুষ

কেউ জানে না,

তাতে কি হয়েছে

জীবনটা তো...

লুকিয়ে আছে একটি বিন্দুর উপার,

ঘুরে দেখা এই পৃথিবীটা 

হবেনা কখনো সুন্দর।


সেতো পোড়া মানুষ নয়;

উপর থেকে ভালোবেসে

মুগ্ধতা প্রকাশ পায়

ওরা মানুষ বোঝে না কেন?


বন্ধুসভায় লুকিয়ে থাকে

হাসাহাসি করে সমাজ,

এসিড ঢেলে দিলো তাকে

পোড়া মানুষ, পোড়ামনে...


সেতো পোড়া মানুষ নয়,

লুকিয়ে আছে মনের ভিতর,

ভালোবাসার সরলতায়।


Rate this content
Log in