ফাগুনের গান
ফাগুনের গান
1 min
875
রঙের বেলা এলো চলে
ফাগুন বলে যায়।
একমুঠো ফাগ উড়ল
ঐ বসন্ত হাওয়ায়।
দোল মানে তো মনের
মাঝে রঙের আঁকিবুকি।
দোলের হাসি তাইতো
দিচ্ছে দরজা দিয়ে উঁকি।
দোর খুলে সব বাইরে এসো
আর থেকোনা দুরে।
ডাকছে দেখো নবীন কিশোর
তোমায় আনন্দেরই সুরে।