STORYMIRROR

Mahua Banerjee

Romance Classics Fantasy

5.0  

Mahua Banerjee

Romance Classics Fantasy

ফাগুনের গান

ফাগুনের গান

1 min
875



রঙের বেলা এলো চলে

ফাগুন বলে যায়।

একমুঠো ফাগ উড়ল

ঐ বসন্ত হাওয়ায়।

দোল মানে তো মনের

মাঝে রঙের আঁকিবুকি।

দোলের হাসি তাইতো

দিচ্ছে দরজা দিয়ে উঁকি।

দোর খুলে সব বাইরে এসো

আর থেকোনা দুরে।

ডাকছে দেখো নবীন কিশোর

তোমায় আনন্দেরই সুরে।



Rate this content
Log in