আমি নারী আমি শক্তি।
আমি নারী আমি শক্তি।


আমি তোমার প্রিয় না কিন্তু, অপ্রিয়ও হতে পারিনি।
আমি আসলে তোমার অভ্যাস।
অনভ্যাসের কঠিন পরীক্ষার পরেও যাকে তুমি
ভুলতে পারো না অথবা ভুলতে চাও না ...
কারন আমি ছাড়া তোমার পৃথিবী অচল।
অথচ এই আমাকেই পায়ে মাড়িয়ে তোমার এগিয়ে চলা মোহময় আকর্ষক জীবনের দিকে।
আমি তোমার প্রেম নই , অপ্রেমের ঘৃণাতেও
তুমি আমায় বাঁধতে পারো নি।
কারণ - আমায় ভালোবাসো না বলতে বলতেই
তোমার অন্যগামী অন্য মূখী ভালোবাসার উপলব্ধি।
আমি তোমার আদর নই , তবুও অনাদরে অবহেলে
তুমি আমায় নিগ্ৰহ করতে পারো না।
কারন আমায় অবহেলা করতে গিয়ে আমার অহঙ্কারী নিশ্চুপ আত্মমর্যাদার কাছে
তুমি অনাদৃত হয়ে পড়ো।
তোমার অপমান ঔদাসীন্য আর আমায়
পোড়াতে পারবে না-
আমি জেনেছি আমার শক্তি।
আমি স্বয়ংসম্পূর্ণা নারী এক।
যার ভালোবাসায় যেমন পৃথিবীর বুকে প্রাণ সৃষ্টি হয় , তেমনি ক্ষমাহীন নারীরা তৃতীয় নয়নের তীব্র
আগুন ছারখার তোমাদের শত অপমান হে পুরুষ-
একবুক করুণা আর তেজদীপ্ত শক্তি নিয়ে জেগে উঠেছে যে নারী তাকে প্রেমে- অপ্রেমে বাঁধার
সাধ্য আর তোমার নেই হে পুরুষ।
সেই বিরাট মাতৃ মূর্তির সামনে নতজানু
কেবল প্রার্থণা করতে পারো তোমরা-
ত্রাহি মাম্ ত্রাহি মাম্ ত্রাহি মাম্ ।
সে সময় সমাগত, সাবধান হে পুরুষ।