একটুকু ছোঁয়া লাগে
একটুকু ছোঁয়া লাগে
1 min
477
আজ সবার রঙে রঙ মেলাতে হবে।
কাছের মানুষ নাইবা রইলো ঘরে-
দুরের মানুষ নাহয় একটু এলো কাছে।
ফাগুন দিনের আনন্দে আজ
না হয় মন উঠল মেতে,
ক্ষতি কি কার বলো তাতে?
বিবর্ণ এই ধূসর ছায়া
না হয় হোল একটু রঙিন।
পরস্পরের একটু ছোঁয়া
মনের ভেতর বাজলো সুরে।
লাজুক হাসি আনত চোখ
বুকের ভেতর ঝর্ণা ধারা
শুধুই তোমার এ প্রভাতে।
ক্ষতি কি কার বলো তাতে?