এক রাতের সীমারেখায়
এক রাতের সীমারেখায়
রাতের আকাশ জুড়ে ঘোর অন্ধকার।
তবুও ক্ষয়াটে চাঁদ স্বপ্ন দেখে সীমান্তে
অতন্দ্র যে প্রহরী , তার নববধূর ঠোঁট ছুয়ে
একটুকরো বেঁচে থাকা দিয়ে আসবে তাকে।
সেই প্রহরীর জলপাই উর্দিতে লেগে থাকা
বিপন্ন বিষাদ সেই মূহুর্তে রাতজাগা চোখে
বন্দুক বুকে চাপে পরম আবেশে-
ঠিক যেমন করে প্রিয়াকে বুকে ধারন
করেছিল বিয়ের প্রথম রাতে অথবা বিদায়ক্ষণে।
আজকাল রাতগুলো বড় দীর্ঘ আর অসহায়।
বিনিদ্র মায়ের চোখ বারবার নত হয় সীমান্তের
সেই সব সন্তানদের মঙ্গল কামনায়,
ফল্গুধারায় গোলা বারুদ ভিজে নষ্ট হয় ...
সমস্ত অনিশ্চয়তা আর প্রতিকূলতার মাঝেও
একটা রাত গাঢ় হয় জয়ের আকাঙ্খায়।