পাঠক কে লেখা খোলা চিঠি
পাঠক কে লেখা খোলা চিঠি
তোমার ব্যথা, তোমার কথা, সব তোমারই মনে গাঁথা!
বুঝবে কি আর কেউ সেগুলো, খুলবে না কেউ মনের খাতা।
সম্ভব ও নয়, বোঝা দায়, কি তোমার মনের আশা!
নিয়তিই তার ভেঙে যাওয়া, সবার মনের প্রত্যাশা।
করো আশা নিজের কাছে,থেকো কিন্তু নিজের পাশে।
সাথে কেউ নাইবা থাকলো, তোমার তাতে কি যায় আসে?
ভেঙে না পড়ে, শক্ত করে, ধরো তুমি নিজের হাত।
ঘোচাতে কিন্তু তোমাকেই হবে, তোমার জীবনের এ কালো রাত।
আর কেউ আসবে না, হয়তো ভালোবাসবে না!
তা বলে কি তুমি আর নিজের জন্য বাঁচবে না?
দেখেছ কত দুঃসময়, ঝরিয়েছো কতো অশ্রুজল
!
দিয়েছো হৃদয় উজাড় করে, তবুও তো পাওনি তার ফল।
এবার একটু হৃদয় ভরে নিজেকে ভালোবাসো,
নিজের কাঁধে মাথা রেখে নিজের পাশে বসো।
হারিয়ে ফেলেছো অনেক কিছুই, নিজেকে আর হারিয়ো না,
পৃথিবীর কাছে হেরে গেলেও,নিজের কাছে হেরে যেওনা!!