STORYMIRROR

Tania Guru

Inspirational Children

3  

Tania Guru

Inspirational Children

বাবার মেয়ে

বাবার মেয়ে

1 min
1.6K


আমি দেখতে বাবার মতো,

সবাই বলে, সঠিক বলে।

আমায় নিয়ে বাবার চোখে স্বপ্ন রয়েছে কতো!

বাবা বলে, মানুষ হতে হবে তোরে,

তোর বাবা বলে যেন, ডাকে সবাই মোরে।

জীবনে যদি আসে কখনো কুয়াশা ভরা রাত,

জানি বাবা আলো নিয়ে বাড়িয়ে দেবে হাত।

বাবার একমাত্র মেয়ে আমি বড়ো আদরের,

কখনও যেন করে দিওনা আমায় পরের।

তুমি বলো মেয়ে হয়েছে দুঃখ কোনো নাই,

তাইতো আমি শুধু তোমার গর্ব হতে চাই!

'ছোট্ট একটি মেয়ে চাই',গাইতে গাইতে গান,

আমায় করেছো তুমি নিজের স্ব-অভিমান!

একদিন দুই নয়ন ভরে দেখবে তুমি চেয়ে,

তোমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার অফিসার মেয়ে।

সেদিন তুমি কাঁদবে বড়ো, বাসবে অনেক ভালো,

ঘুঁচে যাবে শত দুঃখ, শত আঁধার কালো।

এমন দিন নিশ্চয় আসবে সেটা আমি জানি,

তোমার আশা,তোমার স্বপ্ন, তোমার মেয়ে আমি।

          

                  

                      

                     



विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Inspirational