STORYMIRROR

Tania Guru

Tragedy

3  

Tania Guru

Tragedy

বৃষ্টি শুধু প্রেম নয়

বৃষ্টি শুধু প্রেম নয়

1 min
12K

আজ আর আকাশভরা কালোমেঘ দেখে প্রেম জাগে না!

স্মৃতির একরাশ কালোমেঘ মনের আকাশে ও জমাট বাঁধে।

সেই মেঘ কেবলই গর্জায়,

প্রেম হয়ে বর্ষিতে পারে না।


আজ আর বর্ষা নামলে উল্লাস জাগে না।

ফুটপাতের লোকগুলোর কথা মনে পড়ে,

কেউ থাকে গাছের তলায়, কেউ বা পলিথিনের ঘরে।

বৃষ্টি শুধু প্রেম নয়, কারও কারও কাছে তা তীব্র যন্ত্রণা! 




         

  


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy