পারুল দিদিমনি
পারুল দিদিমনি


হাতে খড়ির পর্ব শেষে যখন স্কুলের শুরু,
তখন থেকেই পারুল দিদি আমার শিক্ষা গুরু ।।
সাদা শাড়ি পরনে তাঁর হাতে পানের বাটা,
পিঠের নিচে বড় করে চুল ছিল তাঁর ছাঁটা ।।
ক্রমিক নম্বর ধরে ধরে ডাকতেন তিনি জোরে,
বুকে তখন শব্দ হতো ধড়াস ধড়াস করে।।
খাতা দেখায় ভীষণ কড়া, একটুও ভুল হলে,
কাছে ডেকে দু'হাতে জোর কানটি দিতেন মলে।।
ডিকটেশনে যদি হতো ভুল যে কমা, দাড়ি,
ডাস্টার এনে হাতের তালু পিটতেন আড়াআড়ি।।
তাঁরই ভয়ে অংক ক্লাসে নামতা যেতাম ভুলে,
তখন আবার আদর দিতেন হাত বুলিয়ে চুলে।।
কখন কি তাঁর মর্জি হতো একটুও না বুঝে,
ফাঁকি দেয়ার চেষ্টা চলত অজুহাত টি খুঁজে ।।
ছোট্ট মনের ফাঁকি ঝুঁকি অনায়াসে ধরে,
কঠোর হয়ে শাসন করতেন গলদটি বের করে।।
ভয়-ভীতি টা তখন তাঁকে ঠেলত শুধু দূরে
এখন দেখি পারুল দিদি থাকেন বুকটি জুড়ে।।।
কত দূরে আছো তোমার আর শুনি না ধ্বনি
আজকের দিনে তোমায় প্রণাম পারুল দিদিমণি।।