খেলছে হোলি
খেলছে হোলি


সবুজ রঙের আবীর হাতে
খেলছে হোলি দিদি,
সে যেন গো আজ হয়েছে
রঙের প্রতিনিধি।।
কাজের শেষে ফিরছে বাড়ি
টাক মাথা এক কাকু,
রঙ মাখিয়ে খুকু তাকে
বানাবে আজ ডাকু।।
নানান রঙে রাঙিয়ে গাল
এলো দাদা মনি,
রঙের ভয়ে খোকা এলো
গায়ে মেখে ননী।।
পাতার ফাঁকে ফুটে আছে
হলুদ ফুলের ঝোপা,
মা-বোনেরা খেলছে হোলি
বেঁধে মাথার খোঁপা।