দেয়াল
দেয়াল


চল্টানো ব্যথা আর মরচে ধরা সুখে শরীর সাজিয়ে সদর দরজা পাহারা দেয় বেঁচে থাকা।
পরম মমতায় জীবন খুঁজে চলে
অতীতের সোনালী কনা।
সময় ফিকে হতেই অতীতের পাল্লা দুটো
নিয়মের নাট বল্টুর সতর্ক পাহারায়
এঁটে বসে পরস্পর,
হৃদয়ে ঘর করে জলছবির বসত।
দেয়ালে কান পাতলেই
ওপার থেকে উঠে আসে
ইচ্ছে নদীর কলকল ধ্বনি।
মরীচিকার পেছনে ছুটে
বর্তমানও অতীত হয় একদিন,
অসহায়তার সামনে, বূক চিতিয়ে দাঁড়ায়
সুউচ্চ লৌহ দেয়াল
ফাঁকফোকর বিহীন।