Ava Sarkar Mandal
Abstract Fantasy
বসন্তদিন দিচ্ছে টোকা
বদ্ধ ঘরের দোরে,
নিরানন্দ দুঃখ ব্যথা
যাচ্ছে সরে সরে।।
বন পলাশের পদাবলী
কোকিল পাখির ডাকে,
ফুলেরা সব তুলছে মাথা
পাতার ফাঁকে ফাঁকে।।
দিচ্ছে তারা রং ছড়িয়ে
মনের দেয়াল জুড়ে,
গোধুলী রঙ মেখে আকাশ
দাঁড়িয়ে আছে দূরে।
পারুল দিদিমনি
বসন্ত দিন
খেলছে হোলি
দেয়াল
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী
হারানো ভালোবাসা হারানো ভালোবাসা
দুদিকেই দুদিকেই
কালো বৌ কালো বৌ
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
গোধূলি বেলা গোধূলি বেলা
ভাড়া ঘর ভাড়া ঘর
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
বিলাস বিলাস
বর্ণহীন ভালোবাসা বর্ণহীন ভালোবাসা
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...