বসন্ত দিন
বসন্ত দিন


বসন্তদিন দিচ্ছে টোকা
বদ্ধ ঘরের দোরে,
নিরানন্দ দুঃখ ব্যথা
যাচ্ছে সরে সরে।।
বন পলাশের পদাবলী
কোকিল পাখির ডাকে,
ফুলেরা সব তুলছে মাথা
পাতার ফাঁকে ফাঁকে।।
দিচ্ছে তারা রং ছড়িয়ে
মনের দেয়াল জুড়ে,
গোধুলী রঙ মেখে আকাশ
দাঁড়িয়ে আছে দূরে।