ও তিলোত্তমা
ও তিলোত্তমা


একটা রঙিন গল্পে তোমার প্রিয় নাম ,
ও তিলোত্তমা ।
ওই সাগরনীলে তোমার প্রেমের দাম ,
ও প্রিয়তমা ।
ওই ঊর্মি চেয়েও চঞ্চল ,
এই আমার প্রাণের অঞ্চল ;
লিখে রাখি মণিকোঠায় তোমার উপমা ,
একটা রঙিন গল্পে তোমার প্রিয় নাম ,
ও তিলোত্তমা ।
যেটা আন্দাজেও আনতে পারবেনা ,
যেটা ভাবনাতেও মেশাতে পারবেনা ,
আমি সেই ।
চোরাবালিতে আলতো রোদ তুমি ,
খরা কাটাবে যে মৌসুমী ,
তুমি সেই ।
যত একা থাকি নির্জনে ,
তুমি মেশো আমার উজানে ,
এঁকে রাখি মন ক্যানভাসে শুধু ছবিটা ;
তোমার চোখে হারাই আমি খালি তাই ,
লিখি কবিতা ।
একটা রঙিন গল্পে তোমার প্রিয় নাম ,
ও তিলোত্তমা ।