নতুন ভোর
নতুন ভোর


স্বাধীনতা তো একা আসে না,
সাথে থাকে দায়-বোধ;
মূল্যবোধেরা একলা বাঁচেনা,
সাথী হয় প্রতিরোধ৷
নিরঙ্কুশ নিয়ন্ত্রণের রক্তচক্ষু সহে,
প্রতিবাদের ভাষা আজ যাচ্ছে ভোঁতা হয়ে!
বিরোধিতার অঙ্কুর মাত্রে গোড়াতেই তার নাশ,
উন্নয়নের বিজ্ঞাপন আজ তাই পরিহাস!
একমুখী ধর্মান্ধ প্রচারে মানবাত্মার অপমান,
সন্দিহান গণ-প্রহারে হারায় কত না প্রাণ!
মধ্যযুগীয় বর্বরতা আজও তো হয়নি শেষ,
ভদ্রতার মুখোশে আজও লুকিয়ে রয়েছে দ্বেষ৷
দৃষ্টি ঘোরানো প্রচারে মানুষ ভ্রান্ত পথে ভাবছে,
আর শুভবুদ্ধির দীপশিখা তাই দারুণ ঝড়ে কাঁপছে!
অন্য একটা ঝড় উঠবেই প্রতিস্পর্ধা হয়ে,
পিলসুজেরাও সম্মান পাবে 'মানুষ' পরিচয়ে!