STORYMIRROR

Utso Bhattacharyya

Abstract Inspirational

3  

Utso Bhattacharyya

Abstract Inspirational

নতুন ভোর

নতুন ভোর

1 min
57

স্বাধীনতা তো একা আসে না,

সাথে থাকে দায়-বোধ;

মূল্যবোধেরা একলা বাঁচেনা,

সাথী হয় প্রতিরোধ৷

নিরঙ্কুশ নিয়ন্ত্রণের রক্তচক্ষু সহে,

প্রতিবাদের ভাষা আজ যাচ্ছে ভোঁতা হয়ে!

বিরোধিতার অঙ্কুর মাত্রে গোড়াতেই তার নাশ,

উন্নয়নের বিজ্ঞাপন আজ তাই পরিহাস!

একমুখী ধর্মান্ধ প্রচারে মানবাত্মার অপমান,

সন্দিহান গণ-প্রহারে হারায় কত না প্রাণ!

মধ্যযুগীয় বর্বরতা আজও তো হয়নি শেষ,

ভদ্রতার মুখোশে আজও লুকিয়ে রয়েছে দ্বেষ৷

দৃষ্টি ঘোরানো প্রচারে মানুষ ভ্রান্ত পথে ভাবছে,

আর শুভবুদ্ধির দীপশিখা তাই দারুণ ঝড়ে কাঁপছে!

অন্য একটা ঝড় উঠবেই প্রতিস্পর্ধা হয়ে,

পিলসুজেরাও সম্মান পাবে 'মানুষ' পরিচয়ে!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract