STORYMIRROR

Orpita Oyshorjo

Classics Inspirational Others

3  

Orpita Oyshorjo

Classics Inspirational Others

নতুন অভিধান

নতুন অভিধান

1 min
1.2K

এই যে তোমরা যে বলো না যে সময় চলে যাচ্ছে

আর ফিরবে না আসলেই যে সময় চলে যায় একবার সে সময় আর ফিরে আসে না ,

যে আসে সে মূলতঃ দুঃখ 

যা বার বার ফিরে আসে কিন্তু সময় আর ফিরে আসে না 

কেমন যেন ধূসর করে দিয়ে যাচ্ছে দুঃখ।

মুছে দিচ্ছে সমস্ত সুখ 

ভালো থাকাটাও হারিয়ে যাচ্ছে খুব তারাতারি 

কেমন যেন দহন দিনের বিরহের গান এর মতো ,  

সময় কি আদো জানে লিখতে তোমার জীবন পাঠের নতুন অভিধানের গল্প । 

এই যে আজ তুমি কাঁদছ ভীষণ,ভাবছো কেমন করে হলো এমন 

কে বলেছে বাঁধতে বুকে স্মৃতির মিনার ?

এই যে তোমার চোখের কিনারে আজ জলে থৈ থৈ , 

তার মূল্য কতটা সেকি তোমার আজো যানা ? 

এই যে তুমি পথ হাঁটছ, হাঁটতে হাঁটতে হোঁচট খাচ্ছ

সে খবর কি আজো রাখো ? 

চলতে গিয়ে পথের ধুলোয় লুটিয়ে পরছো  

বসে বসে আজ ভাবছ কোথাও কি কেউ ছিলো । 

বুকের ভেতর জ্বলছে যে আলোর মতন,

সেই দুঃখ কি কারো কাছে কখনো প্রকাশ করো ?

ওই যে আসছে ঝড়, অন্ধকারের ভেতর

বাড়িয়ে দিচ্ছে হাত অতীত অতঃপর।  

ভেঙে দিচ্ছে বাঁধ, ধ্বসিয়ে দিচ্ছে পায়ের তলার মাটি, 

তবুও আজ  শুধুই নিজেকে সঙ্গী করে চলতে হবে এটাই শুধু জানি ।

সময় জানে, মিটিয়ে দিতে দেনা।

ভাবনা কিসের যারা তোমায় শোনায় কথা তারা তো তোমার অনেক চেনা । 

যাকে আজ বন্ধু ভেবে বলছো সব মনের কথা 

আয়না মেলে দেখো চোখের সামনে কে কতটুক তোমার চেনা!

কে কতটুক সত্যি ছিল, কার কতটুক ভান-

এই হিসেবের সব মিটিয়ে দিবে সময়ের অভিধান 

আজ না হয় চুপচাপ থাকো কাল না হয় লিখবে তোমার নতুন দিনের গান,

লিখবে তোমার জীবন পাঠের নতুন অভিধান।


Rate this content
Log in

Similar bengali poem from Classics