নষ্ট জীবন
নষ্ট জীবন
পথচলাটা শুরু হয়েছিল কাগজ কুড়িয়ে,
কতই বা বয়স তখন, সবেমাত্র শৈশব পেরিয়ে --
সংসারের উপকার করার ব্রত নিয়ে --
দুবেলা দুমুঠো খেতে পাবার আশা নিয়ে --
পড়াশোনার সুপ্ত ইচ্ছাটাকে দিলাম ভাসিয়ে |
ছোটোবেলাতেই জেনে গেছি আমাদের আছে অভাব |
বড়ো হতেই বুঝলাম, সেটা ছিল আমাদের স্বভাব |
জন্ম দিয়েই বাপ-মায়ের দায়িত্ব শেষ |
নিজের রোজগারে মন দাও তো বেশ |
পরে বুঝেছি চাহিদার নেই শেষ |
বাপ-মায়ের ইচ্ছে ছিল না আমরা স্কুলে পড়ি |
সবার মতোই শিক্ষিত সমাজ গড়ি |
তার চেয়ে সহজ উপায়ে সংসারের হাল ধরি |
হয় চুরি, নয় বাটপারি |
আর বাপের মতোই সারাদিন আকণ্ঠ গিলে মরি |
উদার মনের কিছু মানুষ এসেছিলো এগিয়ে,
আমাদের শিক্ষিত করার অদম্য বাসনা নিয়ে |
হার মানলো বাপের জিদের কাছে |
ছেলে যদি বিপথগামী হয় পাছে |
দুপয়সা কামাই-এর স্বপ্ন হবে মিছে |
অন্য জগৎ দেখার ইচ্ছে রয়েই গেলো পিছে |
আজ, শেষ জীবনে ভেঙে পড়া শরীর দেখে ভাবি;
দুপয়সা কামাই করেও রইলাম অভাবী |
স্রোতের মুখে গা ভাসিয়ে শেখা হলো না সাঁতার,
অন্ধকারের জীবনটাতে আলো এলো না আর |
