STORYMIRROR

মোহন দাস

Abstract Classics

3  

মোহন দাস

Abstract Classics

নিষ্ফল প্রণয়

নিষ্ফল প্রণয়

1 min
11.4K


কেউ কেউ আজও হাসে

বাঁচে মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধ'রে,


কেউ কেউ হারছে

অনবরত হারছে;

দুঃস্বপ্ন দেখতে দেখতে

কেঁদে ওঠা জ্যৈষ্ঠের ভোরে ।


কেউ ভালোবাসার বুকে মাথা রেখে

রোজ রাত ঘুমায়


কেউ কেউ আগুন নিয়ে খেলে

কারোর বিষাক্ত চুমায় ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract