নিশাতুর চোখ
নিশাতুর চোখ
নিশাতুর চোখে আবিষ্কারের নেশা না,
কৌতুহলী চিন্তাশক্তির সমাপ্তি।
নিশাতুর চোখেসবে দেখে ভিন্নতা,
আকাশের নীলে দেখে বেদনার রং,
ধুলায়িত রাস্তায় দেখে বিচ্ছেদের চিত্র।
চেয়ে থাকে সব দিকে,
সর্বগ্রাসী চক্ষুদ্বয়ে দেখে সর্বনাশের রূপ,
তবুও নিশ্চল হয়ে চেয়ে থাকে নিশাতুর চোখ।
নিশাতুর চোখটকটকে লাল হয়ে দেখছে,
ট্রয় নগরী ধ্বংসের মতো নিজের ধ্বংস।
বৃষ্টির জল শুকিয়ে, তপ্ত ভাদ্র মাসের সূচনায়
চেয়ে আছে ঘোলাটে হওয়ানিশাতুর চোখ।
বিস্তৃত চিহ্ন স্বীকারে পলক ফেলতেও নারাজ
দুই চোখচঞ্চল নিশাতুর চোখ।
