নিকোটিনে হয়েছি আচ্ছন্ন
নিকোটিনে হয়েছি আচ্ছন্ন
নিঃশ্বাসের বায়ু আজ বেশ সিক্ত, ভ্রষ্ট ঊষ্নতার কাছে
চক্ষু পল্লবের নিদ্রা তো কবেই অচিরে ম্লান
ঊষ্নতার পরম স্পর্শ করতে চায় কাঙাল দু'হাত,
অতঃপর দগ্ধ অগ্নি মুখোশধারী ঈপ্সিত সংযোগে বাঁধা সৃষ্টি করে
মনের আবেগ সংযত হয়েছে নিকোটিনের আশ্রয়ে,
জলন্ত ধোঁয়া আশস্ত করেছে জীবনবিমুখী ক্রোধকে
ম্লান স্বাদ ভিতরের ক্ষতকে প্রলেপ লাগিয়ে বহিঃরাঙ্গ করেছে তরতাজা,
কঠিন খোলোসে আবৃত সুপ্ত মণিকোঠা
কঠিন বিষাক্ত বিশ্বাসরূপী ধোঁয়া অন্তঃরঙ্গ করেছে ছাড়খার,
বহিঃ জগতের অটুট সহ্য ক্ষমতা রয়ে গেছে হস্তশিল্পের কাঁচামালের সামগ্রী হিসাবে
লবণস্রোতে ভাসমান জলবিন্দুরাও আজ বাষ্পায়িত,
কল্পনাশক্তি তথা ঘ্রাণশক্তি এখন প্রবল দুর্বিসহ তথা মৃতপ্রায়
নিকোটিন তথা তথাকথিত মারণ ভাইরাসের চেয়ে,
দ্বিমুখী পরায়ণ নিজ রক্তপিপাসি মনুষ্য জাতির কলুসিত মন রক্ত হিম তথা নিদ্রা বিলাসের মূল উপকরণ।।