কিছু পার্থক্য কলমবন্দি থাকুক
কিছু পার্থক্য কলমবন্দি থাকুক


বিবর্ণ হলুদ পাতায় সূত্রের আস্ফালন করে কী বা হবে
বরং ক্লোরোফিল যুক্ত সবুজ পাতা নিরাশ করবে না,
বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধে নাই বা হলে মুগ্ধ
খুঁজে নাও তোমার মিষ্ট সুবাস কৃত্রিম সুগন্ধিতে,
রজনীর নিস্তব্ধতায় একাকীত্ব নিঃসঙ্গতা গ্রাস করতেই পারে
ভোরের মিষ্ট কোমল রৌদ্রে নিজেকে উজ্জীবিত করে নিও না হয়,
গাছের সুমিষ্ট প্রাকৃতিক দান তোমার তিক্ত লাগতেই পারে
তুমি না হয় নিজের জন্য কার্বাইডের রাসায়নিক দানই না হয় ঊদরস্ত কোরো,
প্রাকৃতিক উপায়ে মাতৃ ভ্রুণ নাই বা হল ভুমিষ্ঠ
কৃত্রিম উপায়েই না হয় সে ভুমিষ্ঠ হল,
'প্রকৃতি মাতার কাছে তা তো এক বৃন্তে দুটি কুসুম'
হতেই পারে তোমার পৃথিবী যান্ত্রিক
আমার পৃথিবী অযান্ত্রিক, তবে মনুষত্ব প্রবণ,
তুমি বেশিই সচল ও সুন্দর বহিরাগত ভাবে
কিন্তু আমি ঠিক ততটাই বিবর্ণ ও বাস্তববাদী নিজস্ব চিত্তে,
পার্থক্যটা না হয় এভাবেই হতে থাকুক,
আর বাকিটা থাক সযত্নে, অন্তরালে, অভিমানের খাতা বন্দি হয়ে।।