STORYMIRROR

Subrata Nandi

Abstract

2  

Subrata Nandi

Abstract

নীল পরী

নীল পরী

1 min
732

নীলাদ্রি তুমি অনুপম মনোরমা সৃষ্টি,

নৈসর্গিকতার আকাশে সুপম তোমার দৃষ্টি,

ক্লিওপেট্রার রূপের বৈভব শুনেছি ধরণীতে,

ম্লানমুখে নতজানু হবে তোমার সুরভীতে।


সোনালী কেশরাশির অনির্বাণ আহবান,

জাগতিক বেহিসেবী ইচ্ছাগুলোও অম্লান!

স্বর্গীয় অনুভবে জীবন্ত অনুভূতির প্রকাশ,

অপরূপা মুখের মাঝে শুধুই প্রাণের উচ্ছ্বাস,

অনামিকা আর বৃদ্ধাঙ্গুলিতে মূর্ত বন্দনা,

তুমিই ডুবন্ত সাগরে প্রকৃত বাঁচার প্রেরণা,

চোখের তারায় অঙ্কিত শান্ত মরমিয়ার ছবি,

তুমিই সেই অচিন পাখির ফিরে দেখা রবি।


ভালো লাগার অসংখ্য ব্যাকরণমালা সদা জাগ্রত,

শান্ত স্নিগ্ধ শরতের ভরা সুবাস হৃদয়ে পতিত,

তোমার বাতায়নে দেবে কী অভাগাকে ঠাঁই,

আজীবন এইটুকু অনুরোধ করে যেতে চাই।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract