নিঃস্বাসে বিশ্বাস রাখা
নিঃস্বাসে বিশ্বাস রাখা


নিঃস্বাসে বিশ্বাস রাখা
মনে চিলে কোঠা
আমার অসংখ্য রাজনীর রানী
তোমায় ছুঁয়েযাক আমার
অব্যক্ত কথা...
এতো কিছু বলার ছিল...
অথচ দেখ
যখন হটাৎ করে তুমি সুযোগ দিলে
কিছুই বলতে পারলাম
চুপ করে বসে শুধু তোমার প্রস্বাস এর শব্দ শুনে গেছি !!!
তুমি যে কোনো শুধু হাসেগেলে ?
বোকার মতো তা শুধু ভেবেই গেলাম
কোনো উত্তর পেলাম না !
কে জানে কি ভেবেছো তুমি ?
কেমন জানো সব তালপাকিয়ে গেল
একসাথে বসে অথচ মনে হলো
আলোকবর্ষ দূরে !
এযেন মরুভূমির মরীচিকা !
একে ধরতে যাওয়া ও যে বারণ !
তাই আমি ধরতে চাইনা
আর
তুমিও ধরা দিতে চাও না !
তবুও দৃষ্টিভ্রাম এর খেলা কিন্তু থাকবে !
নিঃস্বাসে বিশ্বাস রাখা
মনে চিলে কোঠা
আমার অসংখ্য রাজনীর রানী
তোমায় ছুঁয়েযাক আমার
অব্যক্ত কথা...