নৈতিক জয়
নৈতিক জয়


নদীর মতো রৈখিক হও, কিংবা বৃক্ষের মতো ঋজু,
জীবনের নকশা উঁচিয়ে একটা পথ তোমায় বাছতেই হবে,
নির্বাসিত ভিড়ের অন্তরে তুমিও আসলে জয়ী হতে চাও,
যোগ্যতমের উদবর্তনের সংগ্রামে চাও পাকাপাকি আসন,
দুনিয়ার অধিকার করতলগত করার আকাঙ্ক্ষা তোমার;
চলার পথে দু'পাশের ফুটপাতের দারিদ্র্য যেন দৃশ্যদূষণ,
ওরা আস্তাকুঁড় ঘেঁটে কুকুরের সাথে চাটে সভ্যতার পাত,
গরীব আর মধ্যবিত্তদের স্বপ্নপোড়া ছাই বাতাসে ওড়ে,
স্বপ্নভঙ্গের হাতছানি প্রহসন হয়ে দেখা দেয় প্রকট রূপে,
'নীতিবোধ', 'সততা' - শব্দগুলো বড় আজগুবি লাগে,
তুমি জিততে চাও, তা সে যে উপায়েই হোক না কেন,
অন্তিম বিন্দুই তো আসল, গতিপথটা কেই বা মনে রাখে?
অহমিকার গরম তেজ কুক্ষিগত করে তোমার মূল্যবোধ,
মিথ্যা প্রাচীরের আড়ালে সত্যের অবমাননা করো তুমি,
এভাবেই চলতে থাকে, জেতার লক্ষ্যে তুমি এগিয়ে যাও,
কিন্তু দিনশেষে আক্ষেপটুকু রয়ে যায় অন্তরের সোপানে,
দর্পণে নিজের সামনে নিজের প্রতিরূপটা ফিকে লাগে,
বিবেক দংশন নিজের কাছেই প্রশ্নচিহ্ন হয়ে দেখা দেয়,
তুমি হয়তো জিতে যাও, কিন্তু মনে রাখে ঠিক কতজন?
সোজা পথে চলো, সত্যনিষ্ঠাতেই আসুক নৈতিক জয়,
কর্তব্যকর্মে অবিচল থেকে সঠিক থাকো নিজের কাছে,
পার্থিব বস্তুর সাথে এই অনুভূতির তুলনা টানা চলে না,
পরম শত্রুও মাথা নোয়াবে তোমার আদর্শের সামনে,
তোমার বিহনে তারও চোখে জল, এখানেই তোমার জয়।