STORYMIRROR

Sulata Das

Abstract Others

4.0  

Sulata Das

Abstract Others

নারী শক্তি

নারী শক্তি

1 min
29


নির্ভয়া তুমি ফিরে এসো, ফিরে এসো তুমি

   নির্ভয় হয়ে আবার ধরণী তলে,

কোনো এক মমতাময়ী মায়ের কোলে।

   আর হতে দেবনা তোমায় কখনো ধর্ষিতা,

হবেনা কোনো মেয়ে আর অ্যাসিডের বলি।

    ভেঙে দেব সেই হাত- 

 যা কখনো ছুঁয়েছিল তব গোপন অঙ্গ। 

   লোভিদের স্বার্থে হতে হবেনা তোমায় আর দেবদাসী,

 পেতে হবেনা কোন লজ্জা- ভয়- অবজ্ঞা।   

    বন্ধ করব কন্যাভ্রুণ হত্যা থেকে নারী নির্যাতন।

 দেবনা হতে আর যৌনদাসী,রুঁখব নারী পাচার,

    নারী তুমি পাবেই এবার সুবিচার!!

 লজ্জা-ঘৃণা-ভয়-সে তো তোমার একার নয়!

   নারীর অপমান করলে সমাজের-ই অবক্ষয় হয়।

 মুছে ফে

লো সব লজ্জা -ভয় তব মন হতে,

   খড়্গহস্ত হতে হবে তোমায় - সকল সুবিচার পেতে।

 তোমার তরে লড়তে পারি আমি, কিন্তু তা তো করব না,

    কারো কাছে মাথা নত তব ,হতে দিতে পারব না।

দেবোনা কিছুতেই, দেবোনা তোমায় ফেলতে নয়ন নীর।

    সবলা হয়ে বাঁচবে তুমি, করে উন্নত শির।

নারী তুমি মহাশক্তি,একাই তুমি সব পারো

   রুখবে তোমারে এ সংসারে, সাধ্য নেই যে কারো!

জিততে তোমায় হবেই নারী, পিছু হটলে তো চলবে না,

   নারী তুমিই ঘোচাবে নিজে-নারী জাতির যন্ত্রনা।

নিজের লড়াই লড়বে তুমি,দাঁড়াব হয়ে তব ঢাল,

  সুবিচার পাবেই তুমি নারী,আজ নয়তো কাল। 

বৃথা হতে দেব না তব এ বলিদান,

    তোমাকে করছি আমি এ অঙ্গীকার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract