নারী ও সমাজ
নারী ও সমাজ


সেই অনেকগুলো বছর আগে
আমি যখন জন্মে ছিলাম সীতা হয়ে।
দাঁড়িয়ে আছি জলন্ত অগ্নিকুন্ডের সামনে,
সমাজের হাজার প্রশ্নবান
আমায় ঘিরে ধরলো যেই;
আমি সেদিন অনুভব করেছিলাম
আমার নিজেস্ব কোন ইচ্ছের দাম নেই।
সেই যেদিন জন্মালাম দ্রৌপদী হয়ে।
ভরা সভার মাঝে যখন দেখলাম
সমাজের দম্ভ, অহংকার,
তখনই বুঝলাম নারী শুধু প্রয়োজন ;
কেবল এক অধিকার।
বহু পথ পেরিয়ে আজ
আমি আধুনিকা ।
আমায় করতে হয় চাকরি,
সঙ্গে রান্না আর গুছিয়ে সংসার,
সমাজ তুমিও জানতে ;
প্রতি পদক্ষেপে আমাকে আজ ভীষণ দরকার।
এই পৃথিবীর সবখানে আমায়
তুমি রূপে মুগ্ধা দেখতে চাও,
এত কিছুর পরেও আমায় পিছিয়ে ,
পায়ের নীচে রেখেই সমাজ তুমি স্বস্তি পাও।
আমি ভালো মেয়ে, ভালো স্ত্রী,
ভালো মা তাও তুমি পারো না সহ্য করতে,
খুঁটিয়ে চলে বিশ্লেষণ আমার দোষ ধরতে।
আমি ডির্ভোসী, আমি বিধবা ,
আমি প্রেমিকা, তাতেও তুমি কুৎসা রটাও,
সমাজ তুমি ইচ্ছেমত যখন খুশি
আমার গায়ে কালি ছেটাও।
বছর বছর অধিকারের লড়াই
টেনে আমায় তুমি
নামাও তোলো দাঁড়িপাল্লায়,
সমাজ তোমার জন্য লজ্জা নয়
আজকাল ঘৃনাও বড়ো বেশি মনে হয়।