নারী দিবস
নারী দিবস
নারী কি আজও বোঝা?
না তাকে যায় নি আজও বোঝা?
সে কখনো মেয়ে, কখনো বউ,
কখনো মা, স্নেহের মাধুর্যে
তার নেইকো তুলনা,
কখনো অবহেলিত, কখনো
ঘরের কর্তী, কখনো স্নহময়ী মা।
আজ নারী দিবসে শুধু
একটি কথাই,
পুরুষের কাছে যেনো
সবচেয়ে বড় হয়, নারীকে
সম্মান করাই।
