STORYMIRROR

sonjoy sharma

Classics Romance Tragedy

4.3  

sonjoy sharma

Classics Romance Tragedy

মুসলমান মেয়ে হিন্দু ছেলে

মুসলমান মেয়ে হিন্দু ছেলে

1 min
16K


করেছে বিয়ে প্রেম করে

মুসলমান মেয়ে হিন্দু ছেলে,

চলে গেছে জাত দুই জাতের

লেগেছে যুদ্ধ ভালোবাসার কারণে ।


পিতা বলেন -

"বংশের মুখে চুনকালি মাখালো যে ছেলে

আমার মুখের সামনে যেন আর সে না আসে ।"


"ভুল করিনি তো বাবা.. "

ছেলে বলে -

"ভুল করিনি তো বাবা ।

কেন শাস্তি দিচ্ছ অকারণে ?

কি মোর অপরাধ ?"


পিতা বলেন -

"কি অপরাধ বুঝতে পারছ না এটাই বড় অপরাধ ।"


"মুসলমানের মেয়ে এনেছে ঘরে,

ঐ বাড়ির ব্রাহ্মণ ছেলে ।

বুঝি, কলি এসেছে বলে !

দিতে হবে একঘরে করে ।

বসাতে হবে পঞ্চায়েত..."

পাড়া-পড়শির নানা গুঞ্জন ধ্বনি

ভেসে আসে বাতাসে ।


>

ছেলে বলে -

"নাম জানতে চেয়েছিলে চাঁদনীর,

ছবিও দেখেছিলে। কন্ঠ শুনে বলেছিলে তুমি

সুলক্ষণা মেয়ে ।

মা যদি তোর রাজি থাকে, বলেছিলে তুমি রাজি ।

করতে বিয়ে তুমি তখন

দিয়েছিলে সম্মতি ।"


পিতা বলেন -

"শুনতে চাই না কোন কথা,

মুসলমান মেয়ে ঘরে তুলব না ।

গো হত্যাকারী, রাম রাম..!"


ছেলে বলে -

"তোমার ধর্ম যদি সত্যি হয়ে থাকে

হয়ে থাকে যদি সনাতন,

আদি মানব মনুর সন্তান

হয়ে থাকি যদি আমরা সকল ।

সে ও তো স্বধর্মী

মনুর বংশধর... "


থামিয়ে দিয়ে পিতা বলেন -

"সূর্য সাক্ষী করে বলছি,

ত্যাজ্য পুত্র করছি তোকে ।

দূর হয়ে যা সামনে থেকে... "



Rate this content
Log in

Similar bengali poem from Classics