STORYMIRROR

Sipra Debnath

Abstract Others

3  

Sipra Debnath

Abstract Others

মুখোশের আড়ালে

মুখোশের আড়ালে

1 min
202


ভোটের প্রাক্কালে দেখা যায় কত জননেতা জনতার দরজায়,

ভিক্ষা মাগে তারা স্ট্যান্ডার্ড কৌশলে

কত অভিনয় প্রতিশ্রুতি সমবেদনার ছলে।

ঘুমন্ত জনগণ-চেতনা ফাঁদে পা ফেলে 

অবশেষে যখন বোঝে তখন চোখ খোলে

ভোটের গরম মহরম দহরম চলে গেলে।

তখন কি লাভ হবে হাজার কপাল চাপড়ালে!

একই রাজা আর একি রানী যদি শাসন

চালায় অনেকদিন দেখে না তারা কারো মরণ,

প্রগতি, উন্নয়ন, পরিবর্তন আসবে কি ঘোড়ার ডিম?

উন্নয়নের নামে কত প্রহসন উদ্ভট পরিবর্তন!

কৃষকরা ধুকে ধুকে মাথা কুটে মরছে

মৃত কৃষকদের লাশের উপর দিয়ে

চলছে বিকৃত উন্নয়নের চাকা!

ফাঁপা প্রগতির নামে সকলি ফাঁকা?

কারখানার গেট সব বন্ধ ঝুলছে তালা

উনান জ্বলে না শ্রমিকদের ঘরে দুবেলা 

তাদের সরল নিষ্পাপ শিশুরা বৃদ্ধ বাবা-মা,

জ্বলে পুড়ে মরছে নিয়ে খিদের জ্বালা।

পালা বদল করতে হবে জাগো জনগণ

জাগো নতুন প্রজন্ম রাখি এই আহ্বান

উচ্ছন্নে যা যাবার গেছে চলে হোক এবার শেষ

জনপ্রতিনিধিরা যে নিলামে তুলছে দেশ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract