STORYMIRROR

Ujjal Mitra

Abstract Tragedy

4.7  

Ujjal Mitra

Abstract Tragedy

মুখোশ

মুখোশ

1 min
5.4K


চড়া মেকাপের পেছনে চেহারা;


তার আড়ালে মন, সেটা ঢাকাতেই পাহারা।


এই মুখোশের আড়ালে তুমি;


না তোমার অহংকার এই মুখোশ,


পুরোটাই যেন অভিনয়ের মহড়া।


তবে কেন তোমার চোখে জল ;


আর মুখে সাজানো হাসি।


এই মুখোশ কি তোমার প্রয়োজন;


না এতেই তুমি খুশি ।



পিষে যাওয়া জীবনে, সময়ের সাথে;


তোমার মুখোশও পারবে একদিন খসে ,


সে দিন দেখো তুমি-তোমার আসল চেহারা বসে।


সমাজের সাদা কালো ঘরে,


রাজা, মন্ত্রী, সৈন্যরা সব ঘোরা ফেরা করে।


খেলা শুরু হলো কিস্তিমাতের, তুমি হলে মোহরা !


চেহারার পেছনে চেহারা;


অর্থে জন্য সাজানো অনর্থের পশরা !!


কত হাত বদল হবে তুমি,


কত রাত চলবে এই সুরার ফোয়ারা?


একদিন ঘুঙ্গুর এর ঘোর ভাঙবে,


মুখোশের মায়াও কাটবে।


ফিরে এস সেদিন যদি চাও সাহারা।


Rate this content
Log in