মুহূর্ত
মুহূর্ত
কতবার আগুনে হাত দিয়েছি,-কতবার গোলাপের তোড়ায়
ঝলসানো হাত,রক্তমাখা হাত প্রত্যেকবার আমায় বলে
এই শেষবারের মতো সাবধান করে দিলাম।
যত যত অস্বীকার করো
যত যত ঠেলে দাও বিপ্রতীপ দূরে
তোমার চোখের মধ্যে আছে
প্রেম আছে।
শরীরী স্পর্শের চেয়েও বেশী কিছু রেখে সরে গেলে।
প্রতিটি দুপুর,হাওয়া,উদাসী হলুদ রোদ,পালঙ্ক ঝুপসি নিমগাছ
এতদিন সবকিছু একরকম রইল কী করে !
সকা্লে আসেন সূর্য বেশ মহাশয় মহাশয়
রাত্রি আর ভোর দুই বোন
দুজনেরই সঙ্গে তার সহবাস হয়।
প্রদাহ কাটে না বুঝি
রোজ ফিরে ফিরে আসে তাই
তামসের সত্তা ছেড়ে
রাত্রি তার নাম
নদীটি অজয়।