STORYMIRROR

Kaberi Roychoudhury

Inspirational

2  

Kaberi Roychoudhury

Inspirational

ইতিহাস

ইতিহাস

1 min
13.1K


আজকাল যেদিকে তাকাই

মন খারাপদের দেখি।

শুকনো মুখ,চোরা বসে যাওয়া চোখ

ক্রীম চর্চাহীন থুতু চাটা ঠোঁটে

অজস্র রুখুসুখু রক্ত ধোয়া পথ

ওরা হেঁটে এসেছে,

স্বজনপোষণদের আলোকিত ঘর !

না,ওরা আলো পায়নি

এক মুঠো আলো ওদের দিকে

কেউ ছুঁড়ে দিয়ে বলেনি,

তোমরাও তো আমাদেরই স্বজন,

না,কেউ বলেনি....!

ওরা কেউ গান লিখেছিল,কেউবা কবিতা

গল্পকার হতে চেয়েছিল,কেউ কেউবা গায়ক

নাচেও ছন্দ ছিল,শরীরেও অভিনয়--

ক্ষেত্র ব্যতিক্রমের পরেও ওরা

যুদ্ধ ক্ষেত্রে সবাই একাকার !

যুদ্ধ আর যুদ্ধ!

তৈলাক্তকরণ পদ্ধতি ওদের জানা ছিলনা

নিবিষ্ট সৃষ্টিকার

যে হাতে সৃষ্টি করে

সে হাত অকারণ পা ধুইয়ে দিতে পারেনা!

ওরা তাই দু'পা পিছিয়ে যায়

প্রাথমিক ভাবে....

ফিরে আসে--

ফিরে আসবেই,আসেও-----

ইতিহাসকে চাবকে রাখার ক্ষমতা

মনে রেখো,কারোর কোনোদিন ছিলনা।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational