মৃত্যুপুরী ধরণী
মৃত্যুপুরী ধরণী
পৃথিবীর আয়ু দিন দিন হচ্ছে কম
নিশ্বাস কে বিশ্বাস করা যায় না একদম
'পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন।'
জীবনের প্রতি পদে মৃত্যুর হাতছানি
কে জানে কার ডাক আসবে এক্ষুনি।
রাবণের চিতা জ্বলছে বিশ্বজুড়ে
চিতার ছাই বাতাসে বেড়ায় উড়ে।
মৃত্যু আজ অতিথি সবার দ্বারে
কত প্রিয়জন ছেড়ে চলে গেল দূরে
জানিনা, এ মারণযজ্ঞ চলবে আর কতদিন ধরে।
কত শিশু অনাথ হলো, কত কোল হলো খালি;
কত সিঁথির সিঁদুর মুছল--মৃত্যু আসি নানা রূপ ধরি।
না জানি আর কত তাজা প্রাণ দিতে হবে বলি
রাস্তায় আজ লাশের মিছিল;পৃথিবী মৃত্যুপুরী
কম পড়ে গেছে পৃথিবী জুড়ে সাড়ে তিনহাত ভূমি।
হয়তো আরও কিছু প্রাণের বিনিময়ে
মৃত্যুর হাত থেকে জীয়ন কাঠি আনব ছিনিয়ে
ধাতার আশীষে সে কাজ সাধিব শীঘ্র।
নিশি শেষে নতুন সূর্যোদয়ে আর নাইকো দেরী
যেদিন আবার জনকোলাহলে হেসে উঠবে ধরণী।
