মৃত নগরীর রাজা
মৃত নগরীর রাজা
আমাজনের জল ভেজায় ঊরু।
লোভী শকুনের চোখ খোঁজে নরম দেহ।
শব দেহের বুকে-পিঠে শ্বাপদের আঁচর,
গালে শুকনো জলের দাগ।
পুকুর-কুয়ো জলশূন্য, তৃষ্ণার্ত কাক
উড়ে যায় ভাঙ্গা কলসীর খোঁজে।
দমকা বাতাস হুমড়ি খায় ফাঁকা ঘরে।
ভয়ের আঠায়, জিভ চিটে গেছে তালুতে।
নৈস্বর্গিক পটভূমিতে একাকীত্বের শিরশিরানি।
ঝক ঝকে মেঝেয় কালশিটে দাগ,
কড়া হাতে কেউ হাঁকিয়েছে চাবুক।
অস্ত্র হাতে ধাতব রোবট -
শাসন করে প্রাণহীন শব।
