STORYMIRROR

Paula Bhowmik

Inspirational Thriller

3  

Paula Bhowmik

Inspirational Thriller

মরণ

মরণ

1 min
173

স্বপ্ন নয়, কঠিন হলেও সত্যকেই প্রিয় মনে হয়,

দূরত্ব সম্মন্ধে ধারনা নেই, সব কাছেই বোধ হয় ।

যেখানেই পা রাখি, আছি তো এই পৃথিবীতেই!

প্রাচ্যকে হাতছানি দিয়ে চলে পাশ্চাত্য হামেশাই।

পশ্চিমের অধিবাসীরাও প্রাচ্যে আসে বেড়াতেই !

রাশিয়ার ভোলগা, ভারতের গঙ্গা, মিশরের নীলনদ,

অথবা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে যত নদী ও নদ।

সকলের মনেই একটা ছোট্টো স্বপ্ন থাকে যে আঁকা,

চলমান, বন্ধুর নদীপথ সেই কারণেই হয়েছে বাঁকা।

দূর থেকে হাতছানি দিয়ে ডাকে যে সুদূরের সমুদ্দুর,

আনন্দে কুলু কুলু চলে পথ, হোক না তা যতই বন্ধুর।

ছোটো থেকে বড় হতে হতে কাটলো সময় জীবনের,

সুখ-দুঃখ, মান-অভিমান, আরও কত যে ভাব মনের।

এই পৃথিবীর নানা রঙে সাজানো যে নদীর দুই পাশ,

চলতে চলতে তাকাই চারপাশে, মেটে না তো আশ।

মনে পড়ে যায় অদেখা সেই স্বপ্ন বুড়োর সুড়সুড়ি,

দেখেছি সত্যিই, কচু পাতাদের গায়ে আল্পনার সারি।

বাঁচতে ভালোবাসি বলেই আমরা মৃত্যুকে ভয় পাই,

জানি পরিণতি এই, মরণকে কি আর এড়ানো যায়!

ভাবনাটা এসে যায়, কত যে দেরি আছে মরণ এর !

সে যেন পরম প্রেম, হয়তো তাই এত টান ঐ বন্ধুর।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational