Oindrila Chakraborty

Classics Inspirational Others

4  

Oindrila Chakraborty

Classics Inspirational Others

কতটা স্বাধীন তুমি

কতটা স্বাধীন তুমি

1 min
102



বৃদ্ধাশ্রমে জন্মদাত্রী মায়ের চোখে জল

 আর দেশপ্রেমীদের অগনিত ভক্তির প্রণামি

পথের ধুলোয় ক্ষুধিত শিশুর করূন চিত্ত 

বলে দেয় কতটা স্বাধীন তুমি


রাস্তা জুড়ে জাতীয় পতাকায় উদ্বেলিত জয়গান

চেয়ে দেখো কত শত শহীদের রক্তে রাঙানো আমাদের জন্মভূমি

মধ্যরাতে অফিস ফেরত একলা মেয়ের আর্তনাদে বুকে হাত রেখে বল কতটা স্বাধীন তুমি।


ঘরে ঘরে বধুহত্যা শিশুপাচার অত্যাচার 

সপ্তদশ শতকের দ্রৌপদীর বস্ত্রহরণ নিদারূন লজ্জার মাতৃভূমি

বর্তমানে এমন কত না অসহায় নারীর চিৎকার জানিয়ে দেয় আজ বিশ শতকে ও কতটা স্বাধীন তুমি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics