মনের সাকিন
মনের সাকিন
এখন ঘাটে বেড়ায় ভেসে প্রত্ন কালের কথা,
দিচ্ছি পাড়ি দীর্ঘ দিনের কত শত প্রাণের ব্যথা।
ফেরারী ভাব ভাবনা আসে মিলন কালের ঋণ,
ঢেকে রাখে তার সে ঘরে স্বর্ণ সময় দিন।
বেছে মারো কণ্ঠ টিপে সাহসী মন সব,
বিকল তুমি দিচ্ছো করে দিয়ে ঢপের চপ।
দিচ্ছ তাড়া বেঘর যারা আবেগ ধরে টান,
এপার ওপার খাচ্ছে তাড়া অস্থির যাদের প্রাণ।
পায়ের তলার সরছে মাটি বাপের ভিটে পর,
বারে বারে ভাঙছে ঝড়ে মনের সাকিন ঘর।