মনের কথা
মনের কথা
জীবন কাঁদে,কেউ কি তা বােঝে?
আমি ভালাে আছি,খুব ভালাে আছি-মুখ বলে,
মন কি বলে, মনের কথা ক জন শােনে?ক জনই বা জানে?
নিবিড় আঁধারে কাঁদে মন লুকিয়ে মিথ্যে হাসির আড়ালে,অশ্রু ঝরে নয়নে।
মুখােশের আড়ালে,জীবন কি বাঁচে??
হয়তাে বা বাঁচে,কষ্ট সয়ে.
