মনের দোতারা
মনের দোতারা
মনের এ দোতারা মনেতে বাজে মোর,
আয়ে না কাছে তুই খোলা আছে রে দোর।
বল না আমাকে, আছিস কোথা তুই
তোর স্মৃতি আমি মনের মাঝে ছুঁই।
আয়ে রে চলে আয়ে,
মনের যে তোকে চায়।
শুনতে কি তুই পাস, আমার এ মনের ডাক
ডাকছে তোকে মন , দিচ্ছে কত হাক।
মনের এ দোতারা মনেতে বাজে মোর,
আয়ে না কাছে তুই খোলা আছে রে দোর।
আসবি বল কবে?
কবে দেখা হবে?
পারছি না রে আর,
তবু মানিনি হার।
আমি ভালোবাসি,ভালোবাসি রে তোকে,
তোর'ই মুখটা ভাসে মোর চোখে।
মনের এ দোতারা মনেতে বাজে মোর,
আয়ে না কাছে তুই খোলা আছে রে দোর।
তুই না মানলেও আছি পাশে তোর,
তুই যে আমার এই মনের চোর।
আছি তোর পাশে থাকবো পরে,
শুধু তোর 'ই কথা মনেতে ঘোর ।
আট বছর ধরে কথা ভাবছি তোর,
আয়ে রে কাছে আয়ে খোলা আছে দোর।
মনের এ দোতারা...........

