কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
1 min
321
মেসির আর্জেন্টিনা
আর্জেন্টিনা প্রথমে মেনেছিল হার।
সৌদি আরবকে তারা দিয়েছিল ছাড়।
তারপর মেসি মিস করে পেনাল্টি শট ৷
তা নিয়ে সমালোচনা শুরু হয় চটপট ৷
সবাই রইলো বসে সেই মিসটেক নিয়ে ৷
কিন্তু সব দেশকে ফেলে তারা গেলো এগিয়ে ৷
3-0 তে ,ক্রোয়েশিয়া মানলো মেসির কাছে হার ৷
তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চোখে তার ৷
ফাইনালে ফ্রান্সের সাথে খেলা আর্জেন্টিনার ৷
অনেকে বলে আর্জেন্টিনা পারবে না আর |
তবুও মনে অনেক অনেক আশা ছিল ৷
প্রথম অর্ধে আর্জেন্টিনা দুটো গোল দিলো ৷
ম্যাচ ড্র হওয়ার পর লাগছিল ভয় ৷
কিন্তু মেসি ম্যাজিক করে ,করলো বিশ্বকাপ জয়
- অভিজিৎ দেবনাথ
