STORYMIRROR

Abhijit Debnath

Others

4  

Abhijit Debnath

Others

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা

1 min
286


আর্জেন্টিনা প্রথমে মেনেছিল হার।

সৌদি আরবকে তারা দিয়েছিল ছাড়।

তারপর মেসি মিস করে পেনাল্টি শট।

তা নিয়ে সমালোচনা শুরু হয় চটপট।

সবাই রইলো বসে সেই মিসটেক নিয়ে ।

 কিন্তু সব দেশকে ফেলে তারা গেলো এগিয়ে।

3-0 তে ,ক্রোয়েশিয়া মানলো মেসির কাছে হার।

তৃতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন চোখে তার।

ফাইনালে ফ্রান্সের সাঠে খেলা আর্জেন্টিনার।

অনেকে বলে আর্জেন্টিনা পারবে না আর।

তবুও মনে অনেক অনেক আশা ছিল।

প্রথম অর্ধে আর্জেন্টিনা দুটো গোল দিলো।

ম্যাচ ড্র হওয়ার পর লাগছিল ভয়।

কিন্তু মেসি ম্যাজিক করে ,করলো বিশ্বকাপ জয়।


      - অভিজিৎ দেবনাথ


Rate this content
Log in