একাকিত্ব
একাকিত্ব
এক যে ছিল বিষ্ণুপুর গ্রাম।
বিক্রম, সেখানকার রাজ পুত্রের নাম।
রাজা রানী ব্যস্ত তাদের কাজে।
রাজপুত্র একা তাদের মাঝে।
সবাই রাখছে নজর তার ওপর।
তার জন্য খোলে না বাইরের দোর।
গ্রামের লোক কেমনভাবে থাকে।
জানালা দিয়েই দেখতে হয় তাকে।
রাজপুত্র রাজপ্রাসাদে বন্দি।
পেরোতে পারেনা রাজপ্রাসাদের গণ্ডি।।
