STORYMIRROR

Abhijit Debnath

Others

4  

Abhijit Debnath

Others

ফুটবলের রাজা পেলে

ফুটবলের রাজা পেলে

1 min
225

ফুটবলের রাজা পেলে ৷

সে নাকি ব্রাজিলের ছেলে ৷

আরান্তিস দো নাসিমোন্ডো এডসন তার নাম ৷

তার কাছে ফুটবলের আছে খুব দাম ৷

যদিও তিনি বেজায় কালো ৷

তিনি ফুটবল খেলেন খুবই ভালো৷

ফুটবলের জগতে মোড় এনেছিলেন তিনি।

খেলার মাধ্যমেই আমরা তাকে চিনি।

                - অভিজিৎ দেবনাথ


Rate this content
Log in